Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম              Welcome to the Web Portal of the Office of the District Controller of Food, Rangamati Hill Tract's 






সেবার তালিকা

 

সেবার সংক্ষিপ্ত বিবরণ :

 

১.   খোলা বাজারে বিক্রি (ওএমএস) : জেলার আওতাধীন ওএমএস এর বরাদ্দ, মোট ডিলার/বিক্রয় কেন্দ্রের সংখ্যা, বিক্রয় মূল্য, বিক্রয় বার, মাথাপিছু বিক্রয় পরিমাণ ও এতদসংশ্লিষ্ট সকল তথ্য।

 

২. খাদ্যবান্ধব কর্মসূচী : উপজেলা ভিত্তিক উপকোরভোগীতের তালিকা প্রণয়ন, কার্ড বিতরণ, ডিলার ও বিক্রয় সংক্রান্ত তথ্য।

৩.   চতুর্থ শ্রেণী ফেয়ার প্রাইস : উপজেলাভিত্তিক চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের তালিকা প্রণয়ন, ডিলার ও বিক্রয় সংক্রান্ত তথ্য।

৪.   খাদ্য শস্য সংগ্রহ : জেলার আওতাধীন গুদামসমূহে সংগ্রহের পরিমাণ/ক্রয়মূল্য/ক্রয়কেন্দ্রে যথাযথভাবে প্রচার। সংগ্রহ মৌসুমে সরকার কর্তৃক নির্ধারিত সময়ে লাইসেন্সকৃত চুক্তিবদ্ধ চালকলের নিকট হতে চাল এবং কৃষকদের নিকট হতে সরাসরি ধান ও গম ক্রয়।

 

৫. চালকল ও ময়দাকল লাইসেন্স : চালকল ও ময়দাকলের লাইসেন্স প্রদানের নিয়মাবলী, লাইসেন্স ফি এর পরিমাণ, নবায়নের নিয়মাবলী ও নবায়ন ফি এর পরিমাণ প্রচার।

 

৬.   ব্যবসায়ী লাইসেন্স : খাদ্যশস্য ও খাদ্য সামগ্রী ব্যবসার এবং ওএমএস ডিলারদের লাইসেন্স প্রচানের নিয়মাবলী, লাইসেন্স ফি এর পরিমাণ, নবায়নের নিয়মাবলী  ও নবায়ন ফি এর পরিমাণ প্রচার।

 

৭. রেশন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী ; ওপি, ইপি রেশনসহ (সেনাবাহিনী, যৌথবাহিনিী,র‌্যাব, পুলিশ, আনসার, কারারক্ষী, বিজিবি, ক্যাডেট) সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন বিভিন্ন খাতে (জিআর, টিআর, কাবিখা, ভিজিডি, ভিজিএফ, স্কুল ফিডিং ইত্যাদি) খাদ্যশস্য বিতরণ ব্যবস্থার বিভিন্ন কার্যক্রমের বরাদ্দ, বিতরণ  পরিমাণ, বিতরণের সময়সীমা।

 

৮.   সরকারি নীতিমালা অনুযায়ী সময়মত অভ্যন্তরীন সড়ক পরিবহন ঠিকাদার এবং এলএসডি সমূহের জন্য শ্রম ও হস্তার্পন ঠিকাদার নিয়োগ এবং তাদের বিল পরিশোধকরণ।