Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম              Welcome to the Web Portal of the Office of the District Controller of Food, Rangamati Hill Tract's 





Achievements
  • খাদ্যবান্ধব কর্মসূচীতে ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের মধ্যে ১০/- টাকা কেজি দরে চাল বিতরণ।
  • খাদ্যশস্যের বাজারমূল্যের উর্দ্ধগতি প্রবণতা রোধ এবং নিম্ন আয়ের জনগোষ্ঠিকে মূল্য সহায়তা প্রদানের জন্য বিভাগীয় ও  জেলা শহরগুলোতে এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ন্যায্য মূ্ল্যে ওমএস খাতে  চাল ও আটা বিক্রয় প্রচলন।
  • উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য প্রদান ও নিরাপত্তা মজুদ গড়ার জন্য কৃষকদের নিকট থেকে সরাসরি ৭ লাখ মে: টন ধান ক্রয়।
  • মংলায় ৫০ হাজার মে: টন ধারণক্ষমতার সাইলো নির্মাণ।
  • ঢাকার পোস্তগোলায় আধুনিক ময়দাকল স্থাপন।
  • ৮৫ কেজির স্থলে শ্রমবান্ধব ৩০ ও ৫০ কেজির বস্তা ব্যবহার।
  • ভিজিডি খাতে পুষ্টি চাল বিতরণ।
  • শ্রীলংকায় ২৫ হাজর মে: টন চাল রপ্তানি।
  • নেপালে ২০ হাজর মে: টন চাল অনুদান প্রদান।
  •  পল্লী অঞ্চলে বাড়ীতে বাড়ীতে পারিবারিক সাইলো স্থাপন।
  • অত্যাধুনিক রাইচ সাইলো ও গমের সাইলো নির্মাণ।
  • সারাদেশে গুদামের ধারণক্ষমতা ১৫ লাখ মে:টন হতে ২১ লাখ মে: টনে উন্নীতকরণ এবং পর্যায়ক্রমে ২৭ লাখ মে:টনে উন্নীতকরণের কার্যক্রম গ্রহণ।
  • বগুড়ায় সান্তাহারে শীতাতপ নিয়ন্ত্রিত বহুতল বিশিষ্ট খাদ্য গুদাম নির্মাণ।